সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৬:৪৮
ব্রেকিং নিউজ

চলে গেলেন স্টিফেন উইলহাইট

চলে গেলেন স্টিফেন উইলহাইট

উত্তরণবার্তা ডেস্ক : চলে গেলেন জিআইএফ ইমেজ ফরম্যাটের আবিষ্কারক স্টিফেন উইলহাইট। কোভিড পরবর্তী জটিলতায় মৃত্যুবরণ করেছেন এ প্রযুক্তি আবিষ্কারক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। কম্পিউসার্ভে কাজ করার সময় ১৯৮৭ সালে তিনি জিআইএফ ইমেজ ফরম্যাট আবিষ্কার করেছেন। তখন আজকের মতো ইন্টারনেটের গতি এতটা উচ্চগতির ছিল না।ধীরগতির ইন্টারনেটে গ্রাফিক ইমেজকে পরিবর্তন ও প্রদর্শনের জন্য তিনি এই ইমেজ ফরম্যাটটির ডিজাইন করেন। 
 
বাড়িতে বসেই উইলহাইট এটি তৈরি করেন এবং সবকিছু ঠিকঠাক থাকার পর সেটি কর্মস্থলে নিয়ে যান। তার স্ত্রী কাথালিন বলেন, উইলহাইট সবকিছু প্রথমে তার মাথায় পরিকল্পনা করে থাকেন ও এরপর সেটি কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামিং করতেন। প্রথমদিকে শর্ট মিম ভিডিও হিসাবে জিআইএফ প্রচলিত ছিল। এটির উচ্চারণ কি হবে সেটি নিয়েও এখন পর্যন্ত বিতর্ক চলে আসছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK