বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৭:৩৫
ব্রেকিং নিউজ

৩ বিভাগে বইবে ঝড়-বৃষ্টি

৩ বিভাগে বইবে ঝড়-বৃষ্টি

উত্তরণবার্তা ডেস্ক  : দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির সঙ্গে ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে উত্তরাঞ্চলের চার জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। যা আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি। ২৭ মার্চ রবিবার  আবহাওয়া অধিদপ্তরের দেয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
তিনি বলেন, দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরো বলা হয়েছে- রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও নীলফামারী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। 
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK