রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২৩:৫৩
ব্রেকিং নিউজ

চট্টগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

চট্টগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

উত্তরণবার্তা প্রতিবেদক : ধর্মান্ধ-সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের সকালে শনিবার চট্টগ্রামের মিউনিসিপ্যাল স্কুলে অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ভোর ৬টা ১ মিনিটে তোপধ্বনির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানসহ বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।এরপর সর্বসাধারণের জন্য শহীদ মিনার প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হলে হাজারও মানুষের ঢল নামে। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, দুর্নীতি দমন কমিশন, জীবন বীমা করপোরেশন, উত্তর জেলা আওয়ামী লীগ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, জাতীয় পার্টি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ সকল স্তরের মানুষ। অন্যদিকে বড়পোলে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নগর আওয়ামী লীগের নেতারা।
 
শ্রদ্ধা নিবেদন শেষে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন তা পূরণে অনেকদূর এগিয়ে গেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পাশাপাশি, রাজাকার আলবদরদের তালিকাও দ্রুত প্রকাশ করে জাতির কাছে চিহ্নিত করার আহ্বান জানান সিটি মেয়র। এদিকে সকাল ৮টায় এম এ আজিজ স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু হয়। এতে প্রধান অতিথি থেকে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। কুচকাওয়াজে আনসার-ভিডিপি, নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসির সদস্যরা অংশহগ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিথি ছিলেন। এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে ঘিরে চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK