শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২০:৫২

বিশ্বে একদিনে শনাক্ত ১২ লাখ

বিশ্বে একদিনে শনাক্ত ১২ লাখ

উত্তরণবার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ২৬ হাজার ১৬৩ জন। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার পাঁচ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১লাখ ৭৪ হাজার ৯৪৭ জন। ২৭ মার্চ রবিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
 
করোনায় বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ৮ লাখ ৩৯ হাজার ৭৫১জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৪৫ হাজার ৪৪১ জনে। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৪১ কোটি ৫২লাখ ৪৭ হাজার ৮৮৩ জন।গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩৫হাজার ৪৭৯ জন। একই সময়ে দেশটিতে মারা গেছেন ৩২৩ জন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK