রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৯:১৯
ব্রেকিং নিউজ

টুঙ্গিপাড়ায় স্বাচিপের ফ্রি হেলথ ক্যাম্পে সেবা নিলেন ১ ১১৮ জন

টুঙ্গিপাড়ায় স্বাচিপের ফ্রি হেলথ ক্যাম্পে সেবা নিলেন ১ ১১৮ জন

উত্তরণবার্তা প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ষষ্ঠদিনে ১১শ ১৮ জন রোগী বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্য ঔষধ নিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলার টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ দিনের  এ স্বাস্থ্যসেবা কর্মসূচি শুরু হয়। বিকাল ২টা পর্যন্ত এ সেবা কার্যক্রমে  ১,১১৮ জন রোগী সেবা নিয়েছেন। শুক্রবার  সকাল ১০টায় শেষ দিনের এ ফ্রি ক্যাম্প শুরু হবে। ফ্রি মেডিকেল ক্যাম্পের ষষ্ঠদিনেও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের স্বাচিপ সমর্থিত চিকিৎসকদের সাথে খুলনা মেডিকেল কলেজের ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়েছেন।

এ বিষয়ে স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা এমএ আজিজ বলেন, জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে স্বাচিপ  আয়োজিত সপ্তাহব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের ষষ্ঠ দিনেও রোগীদের উপচে পড়া ভিড় ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশিত সপ্তাহব্যাপী কর্মসূচির আগামীকাল শেষ দিনে রোগীদের সেবার জন্য যথেষ্ঠ সংখ্যক চিকিৎসক ও রোগীদের মধ্যে ঔষধ বিতরণের প্রস্তুতি নিয়ে রেখেছি। আগামীদিনে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে স্বাচিপ কাজ করে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গত শনিবার এ কর্মসূচির উদ্ধোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজুলুল করিম সেলিম।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK