শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৫:২৬
ব্রেকিং নিউজ

ইউরো ২০২৮ আয়োজনে আবেদন জমা দিয়েছে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড

ইউরো ২০২৮ আয়োজনে আবেদন জমা দিয়েছে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড

উত্তরণবার্তা ডেস্ক : ২০২৮ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ আয়োজনের লক্ষ্যে ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড যৌথ বিড জমা দিয়েছে বলে দেশগুলোর ফুটবল এসোসিয়েশন নিশ্চিত করেছে। ব্রিটেন ও আয়ারল্যান্ড গত মাসে যৌথ এই বিডে অংশ নেবার ঘোষনা দেয়। এ কারনে তারা ২০৩০ বিশ্বকাপ বিডে অংশ নেবার পরিকল্পনা থেকে সড়ে আসে। এক যৌথ বিবৃতিতে আয়োজনে আগ্রহী দেশগুলো জানিয়েছে, ‘যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সরকার ইউরোপীয়ান চ্যাম্পিয়শীপ আয়োজনের সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছে। নর্দান আয়ারল্যান্ডের নির্বাহীরা এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু না জানালেও পুরো প্রক্রিয়াটি তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষন করছে। আসন্ন মাসগুলোতে আমরা আমাদের প্রস্তাব না আরো সমৃদ্ধ করবো। উয়েফা এই প্রতিযোগিতার জন্য তাদের টেকনিক্যাল দিকগুলো পূর্ণাঙ্গভাবে পেশ করার পরপরই আমরা আমাদের বিড নিয়ে বিস্তারিতভাবে কাজ শুরু করবো। এর মধ্যে সম্ভাব্য স্বাগতিক শহরের বিষয়ে আলোচনা থাকবে। টুর্নামেন্ট সুষ্ঠভাবে সম্পন্ন হবার জন্য স্টেডিয়াম, এর নকশা ও পূর্ণাঙ্গ ব্যয়ও সুনির্দিষ্ট করা হবে।’
 
এর আগে গত বছর অক্টোবরে উয়েফা জানিয়েছিল ২০২৮ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ আয়োজনে আগ্রহী দেশগুলো অবশ্যই ২৩ মার্চের আগের তাদের বিডের প্রাথমিক প্রস্তাব নিশ্চিত করবে। এপ্রিলে বিডে অংশ নেয়া দেশগুলোর তালিকা প্রকাশ করা হবে। ২০২৩ সালের সেপ্টেম্বরে স্বাগতিক শহরের নাম ঘোষনা করা হবে। বিডে অংশ নেয়া দেশগুলোকে অন্তত ১০টি পরিপূর্ণ স্টেডিয়ামের তালিকা দিতে বলা হয়েছে যার মধ্যে অন্তত একটি হবে ৬০ হাজার ধারনক্ষমতা সম্পন্ন ও দুটি ভেন্যু হতে হবে অন্তত ৫০ হাজার ধারনক্ষমতা সম্পন্ন। উয়েফা আরো জানিয়েছে যৌথ বিড পেশ করা দেশগুলোর মধ্যে ইউরোর চূড়ান্ত পর্বে স্বাগতিক হিসেবে সরাসরি খেলার কোন এখতিয়ার নেই। উল্ল্যেখ ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশীপ এককভাবে জার্মানীতে অনুষ্ঠিত হবে। 
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ