রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২০:৫৪
ব্রেকিং নিউজ

আগামী পাঁচ বছরে নারায়ণগঞ্জ মেগা সিটিতে পরিণত হবে : জাপানী রাষ্ট্রদূত

আগামী পাঁচ বছরে নারায়ণগঞ্জ মেগা সিটিতে পরিণত হবে   :  জাপানী রাষ্ট্রদূত

উত্তরণবার্তা প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন আগামী পাঁচ বছরে মেগা সিটিতে পরিণত হবে বলে প্রত্যাশা করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। জাপানী দাতা সংস্থা জাইকা এই শহরের উন্নয়নে বিভিন্ন প্রকল্পে আর্থিক সহযোগিতা করে আসছে। আগামীতেও এ সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে সিটি কর্পোরেশনের মেয়রকে আশ্বস্ত করেন তিনি। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট, শেখ রাসেল পার্ক, সিদ্ধিরগঞ্জ লেকসহ জাইকার অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নগরীর সৌন্দর্য্য বর্ধনের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময়  তার সঙ্গে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ সামসুল আলম আজাদ প্রমুখ।
 
সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী বলেন, জাপান ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষ নিয়েছিলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে দাঁড়িয়েছিলো। সে থেকে জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাকে আরো সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আমরা উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। এজন্য জাইকা দেশের অন্যান্য এলাকার মতো নারায়ণগঞ্জেও সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি জাপান সরকারের সকল প্রকার সহযোগিতা অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK