শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৪:৩৩
ব্রেকিং নিউজ

অঘোষিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের দক্ষিণ আফ্রিকা

অঘোষিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের দক্ষিণ আফ্রিকা

উত্তরণবার্তা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাঠে ২০ বছর পর এবারের সফরে জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরিতে ৩১৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ জয় পায় ৩৮ রানে। প্রথম ম্যাচে জয় পাওয়ায় সিরিজের দ্বিতীয় ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙেনি বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯৪/৯ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ হেরে যায় ৭ উইকেটের ব্যবধানে।
 
বুধবার সেঞ্চুরিয়নের সেই গ্রাউন্ডেই তৃতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে এই মাঠে জয় পাওয়ায় আজ তৃতীয় ম্যাচে একাদশে কোনো পরিবর্তন করেনি বাংলাদেশ দল। তিন ম্যাচে একই দল নিয়ে খেলছেন তামিম ইকবালরা। আজ অঘোষিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া দক্ষিণ আফ্রিকা একটি পরিবর্তন নিয়ে খেলছে। দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোটাক্রান্ত হওয়ায় বাঁহাতি পেসার ওয়েন পারনেলের পরিবর্তে আফ্রিকার একাদশে ফিরেছেন ডানহাতি পেসার ডুয়াইন পিটোরিয়াস।
 
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
 
দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, জানেমান মালান, টিম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভিরাইনি, রিশি ভেন দার ডুসেন, ডেভিড মিলার, ডুয়াইন পিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি ও লুঙ্গি এনগিডি।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ