বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২৩:০৫

ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনি

ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনি

উত্তরণবার্তা  ডেস্ক : ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনি। সোমবার প্রবল শক্তি নিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর।  বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের জেরে সোমবার থেকে ভারি বৃষ্টিপাত শুরু হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
 
সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। আজ আন্দামানে আছড়ে পড়তে পারে চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড়। মঙ্গলবার ঝড়টি  উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছাবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ