বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১২:১৭

গ্রাহকের টাকা আত্মসাৎ : ব্যাংক কর্মকর্তার ২৩ বছর কারাদণ্ড

গ্রাহকের টাকা আত্মসাৎ : ব্যাংক কর্মকর্তার ২৩ বছর কারাদণ্ড

উত্তরণবার্তা  প্রতিবেদক : গ্রাহকের জমা টাকা আত্মসাৎ করায় এক ব্যাংক কর্মকর্তাকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২২ লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার নাম নূর মোহাম্মদ বাসার। তিনি লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চর লরেঞ্চ গ্রামের সুজা মিয়ার ছেলে এবং ইসলামী ব্যাংক লিমিটেড লক্ষ্মীপুরের রায়পুর শাখার এসবিআইএস কর্মকর্তা ছিলেন। ২১ মার্চ সোমবার নোয়াখালীর সিনিয়র জেলা ও দায়রা বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ দুদকের মামলায় এ দন্ডাদেশ দেন। দুদক নোয়াখালী কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাংক কর্মকর্তা বাসার ইসলামী ব্যাংক রায়পুর শাখায় থাকাকালীন মিজানুর রহমান সিদ্দিক নামে এক গ্রাহকের কাছ থেকে তার লোন হিসাবে নয়টি চেকে ২২ লাখ ৫০ হাজার টাকা জমা দেবে বলে নগদে গ্রহণ করেন।
 
 পরে ওই টাকা ব্যাংকের ভূয়া জমা স্লিপে নিজে স্বাক্ষর করে আত্মসাত করেন। একপর্যায়ে এ ঘটনায় ভুক্তভোগী তার বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা করেন। পরে মামলার তদন্ত করে দুর্নীতি দমন কমিশন নোয়াখালীর সাবেক উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। আদালতে মামলা পরিচালনা করেন দুদকের পিপি আবুল কাশেম। পিপি আবুল কাশেম বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। 
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ