শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৬:১৪

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১১৬

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১১৬

উত্তরণবার্তা ডেস্ক : রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৭ জনই রয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১১৬ জন।আজ সোমবার ২১ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৭৮টি ল্যাবরেটরিতে ১০ হাজার ২২৭টি নমুনা সংগ্রহ ও ১০ হাজার ৮৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ১৩৪টিতে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ১ দশমিক শূন্য ৬ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ থেকে আজ সোমবার (২১ মার্চ) পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ২১ শতাংশ।
 
২১ মার্চ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত ২৯ হাজার ১১৭ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯১ জন ও নারী ১০ হাজার ৫২৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১ হাজার ১৪০ জন রোগী সুস্থ হন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জনে।
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK