রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২৩:৩০
ব্রেকিং নিউজ

দুই ইভেন্টে ভারতকে হারিয়ে বাংলাদেশের ৩ স্বর্ণ জয়

দুই ইভেন্টে ভারতকে হারিয়ে বাংলাদেশের ৩ স্বর্ণ জয়

উত্তরণবার্তা ডেস্ক : থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপের শেষ দিনে তিনটি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। তার মধ্যে ভারতকে হারিয়েছে দুই ইভেন্টে। আর অপর ইভেন্টে বাংলাদেশের দুই প্রতিদ্বন্দ্বী লড়াই করে স্বর্ণ জিতেন একজন। দুপুরে ‘রিকার্ভ মিশ্র দলগত’ ইভেন্টে ভারতের ভারতের পার্থ সালুঙ্খে ও রিধি ফোরকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেন বাংলাদেশের আর্চার রোমান সানা ও নাসরিন আক্তার জুটি। তার কিছুক্ষণ পরেই নারী দলগত ইভেন্টেও ভারতকে হারিয়ে স্বর্ণ জিতেন বাংলাদেশের নাসরিন আক্তার, ফাহমিদা সুলতানা নিশি ও দিয়া সিদ্দিকি।
 
এরপর বিকেলে রিকার্ভ নারী ইভেন্টের ফাইনালে মুখোমুখি হন বাংলাদেশের দিয়া সিদ্দিকি ও নাসরিন আক্তার। এই ইভেন্টে দিয়াকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেন নাসরিন। আর রৌপ্য জিতেন দিয়া। তবে রিকার্ভ নারী দলগত ইভেন্টে ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় বাংলাদেশের। শেষ পর্যন্ত ৫-৪ সেট পয়েন্টে বাংলাদেশের নাসরিন, নিশি ও দিয়া হারান ভারতের তিশা পুনিয়া, রিধি ফোর ও তানিশা ভেরমাকে।
 
এই ইভেন্টে ভারতের বিপক্ষে প্রথম সেটে বাংলাদেশ হেরে যায় ৪৮-৪৭ ব্যবধানে। দ্বিতীয় সেট জিতে নেয় ৫৪-৪৫ ব্যবধানে। তৃতীয় সেট জিতে নেয় ৬০-৫৬ ব্যবধানে। তবে চতুর্থ সেটে বাংলাদেশ হেরে যায় ৫৬-৫০ ব্যবধানে। তাতে ম্যাচ টাই হয় এবং ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বাংলাদেশ ২৮ ও ভারত ২৭ স্কোর করে। তাতে বাংলাদেশ স্বর্ণ জিতে আর ভারত জিতে রৌপ্য। এই ইভেন্টে থাইল্যান্ডকে হারিয়ে ব্রোঞ্জ জিতে কাজাখস্তান।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK