শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৬:১৮

আগের মেসিকেই পাওয়ার আশা বার্সেলোনা কোচের

আগের মেসিকেই পাওয়ার আশা বার্সেলোনা কোচের

গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হয়ে ব্যর্থতার চোরাবালিতে ডুবে যান মেসি। এরপর নতুন কোচ কোম্যানের পরিকল্পনাও পছন্দ হয়নি ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর। এ কারণেই নাকি ন্যু ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যদিও আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন, তিনি অনেক আগেই বার্সেলোনা ছাড়ার কথা জানিয়েছিলেন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে।
 
কিন্তু বার্সেলোনা প্রধান তার কথা রাখেননি বলে স্পষ্ট জানিয়েছেন মেসি। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সভাপতি কথা রাখেননি।’ বোর্ড সভাপতির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, ওদিকে কোচের পরিকল্পনায় অসন্তুষ্টি, আরও এক মৌসুমে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেও সেরা মেসিকে পাওয়া যাবে তো?
 
কোম্যান কিন্তু আশাবাদী, ‘ও (মেসি) সেরা, এই কথাটা আমি অনেকবার বলেছি। মেসি খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আর সেটা ও অনেক বছর ধরে দেখিয়ে আসছে। আশা করছি, এ মৌসুমেও সে একইভাবে কাজ করে যাবে।’
 
আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে লা লিগার নতুন মৌসুম। বার্সেলোনার শুরুটা অবশ্য দেরিতে। চ্যাম্পিয়নস লিগ খেলায় কাতালানদের প্রথম ম্যাচ ২৭ সেপ্টেম্বর। নতুন মৌসুমের আগে সময়টা কম পাওয়া গেলেও খেলোয়াড়দের উন্নতিতে সন্তুষ্ট ডাচ কোচ, ‘সবকিছুই ইতিবাচক। আমরা দুই সপ্তাহ কাজ করছি এবং খেলোয়াড়রা সবাই দারুণ করছে। আমি খুশি তাদের কাজে।’
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ