সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৮:৫১
ব্রেকিং নিউজ

শিক্ষায় উত্তরণে সরকার কাজ করেছে : প্রাথমিক ও গণশিক্ষা সচিব

শিক্ষায় উত্তরণে সরকার কাজ করেছে : প্রাথমিক ও গণশিক্ষা সচিব

উত্তরণবার্তা প্রতিবেদক : ‘শিক্ষককেন্দ্রিক  ব্যবস্থা থেকে শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষায় উত্তরণে সরকার কাজ করে যাচ্ছে। ফলে বয়সোচিত যোগ্যতা এবং সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে শিশুর জানার পরিধি বাড়াবে।’ প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘৪র্থ শিল্প বিপ্লবের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায়  এসব কথা বলেন।

সচিব আরও বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার পুরোনো ধারার শিক্ষার খোলনলচে পাল্টে নতুন শিক্ষার বীজ বপনের কাজে হাত দিয়েছে, যা শিক্ষার্থীর মস্তিষ্ক ও পিঠ থেকে মুখস্থবিদ্যার বোঝা ঝেড়ে ফেলে তাদেও কৌতুহল, জিজ্ঞাসা, অনুসন্ধান, গবেষণা ও ভাবনার শক্তিকে জাগাবে ও কাজে লাগাবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, পরিচালক হামিদুল হক প্রমুখ বক্তৃতা করেন ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK