সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১২:৪৮
ব্রেকিং নিউজ

বিক্রিতে সেরা ১০ ফোন

বিক্রিতে সেরা ১০ ফোন

উত্তরণবার্তা ডেস্ক : বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে বিশ্বে বিভিন্ন ব্র্যান্ডের ৪,২০০-টিরও বেশি মডেলের স্মার্টফোন বাজারে ছিল। তার মধ্যে কোন ১০টি মডেলের স্মার্টফোন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, প্রতিবেদনে সে তথ্য তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালে বিশ্বে যে ১০ মডেলের স্মার্টফোন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তার ৭টিই অ্যাপল ব্র্যান্ডের। সেরা দশের তালিকায় রয়েছে দুটি শাওমি এবং একটি স্যামসাং স্মার্টফোন। কাউন্টারপয়েন্ট রিসার্চের সেরা ১০ ফোনের তালিকায় প্রথম পাঁচে পাঁচটি আইফোন, তারপরে ষষ্ঠ স্থানে স্যামসাং, সপ্তমে একটি রেডমি ফোন, অষ্টম ও নবমে আবারও আইফোন এবং দশম স্থানে আরেকটি রেডমি স্মার্টফোন।
 
প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথম স্থানেই রয়েছে আইফোন ১২। অর্থাৎ ২০২১ সালে বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোন ১২। তার ঠিক পরেই রয়েছে আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১২ প্রো এবং আইফোন ১১। ষষ্ঠ স্থানে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এ১২ স্মার্টফোন। বেশি বিক্রিত ১০ স্মার্টফোনের তালিকায় সপ্তম স্থানে রয়েছে শাওমির রেডমি ৯এ স্মার্টফোন। তালিকার ৮ ও ৯ নম্বরে রয়েছে আইফোন এসই ২০২০ ও আইফোন ১৩ প্রো ম্যাক্স। তালিকার ১০ নম্বরে রয়েছে শাওমির রেডমি ৯। 
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK