মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৫:৫৪

২৮ মার্চ সংসদ অধিবেশন শুরু

২৮ মার্চ সংসদ অধিবেশন শুরু

উত্তরণবার্তা প্রতিবেদক : চলতি একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হচ্ছে আগামী ২৮ মার্চ সোমবার বিকাল ৫টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গতকাল বৃহস্পতিবার এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

১৬তম অধিবেশন শেষ হয়েছে গত ২৭ জানুয়ারি। করোনার মহামারিকালে সংসদের অধিবেশনগুলো স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয়েছে। করোনার সংক্রমণ কমলেও আসন্ন অধিবেশনও মহামারিকালের অন্যান্য অধিবেশনের মতো সংক্ষিপ্ত ও স্বাস্থ্যবিধি মেনে হবে কি-না, সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ