শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:০৯

করোনা : বিশ্বে একদিনে ৬ হাজার ৭০৮ জনের মৃত্যু

করোনা :  বিশ্বে একদিনে ৬ হাজার ৭০৮ জনের মৃত্যু

উত্তরণবার্তা ডেস্ক : মহামারি করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় বিশ্বে ৬ হাজার ৭০৮ জনের মৃত্যু হয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৯৬ হাজার ৮৪২ জন। করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান থেকে এমনটাই জানা গেছে। গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে— ১ হাজার ২৬৫ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫২ জন মারা গেছে ব্রাজিলে আর ৬৪৫ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। ইন্দোনেশিয়ায় মারা গেছে ৩০৪ জন।আক্রান্তের দিক দিয়ে শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৪২৭ জন। 
 
জার্মানিতে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৭৩ জন। মারা গেছে ২১৬ জন। ভিয়েতনামে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৯৬ জন। নেদারল্যান্ডসে আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ২৩৬ জন। ফ্রান্সে ৬৯ হাজার ১৯০ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ১৫৯ জন। এ ছাড়া রাশিয়ায় ৫৮ হাজার ৬৭৫, ব্রাজিলে ৪৯ হাজার ৭৮ ও যুক্তরাষ্ট্রে ৩৯ হাজার ২০০ জন আক্রান্ত হয়েছে।বিশ্বে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ৪৫ কোটি ১৭ লাখ ৪০ হাজার ২০৪ জন। আর মারা গেছে ৬০ লাখ ৪৩ হাজার ৬৯৮ জন।
উত্তরণবার্তা /এআর

  মন্তব্য করুন
     FACEBOOK