রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৮:২৬
ব্রেকিং নিউজ

পাকিস্তানি জেনারেলকে সিইসি বানালে খুশি হতো বিএনপি : কৃষিমন্ত্রী

পাকিস্তানি জেনারেলকে সিইসি বানালে খুশি হতো বিএনপি : কৃষিমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, মঙ্গোলিয়ার কোনো অপরিচিত লোক, মঙ্গলগ্রহের কোনো প্রাণী বা পাকিস্তানি কোনো জেনারেলকে সিইসি বানালে খুশি হতো বিএনপি। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটরিয়ামে ‘পুষ্টি নিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, যুদ্ধের সময় ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তানি জেনারেলদের সেবা করা খালেদা জিয়াকে তারা মুক্তিযোদ্ধা বানাতে চায়। পাকিস্তানি প্রেম এখনো শেষ হয়নি তাদের। এখন যখন কাউকে সিইসি হিসেবে মানতে পারছে না, তখন পাকিস্তানি জেনারেলকে বানালে তারা মেনে নিত। কৃষিমন্ত্রী বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, মন্ত্রিত্ব করছি। তারপরও আমি নির্বাচন কমিশনের চারজনকে চিনি না। তারা এতটাই নিরপেক্ষ। তারপরও তারা তাদের মধ্যে সমস্যা দেখছে। সবকিছুতেই সমস্যা খোঁজা বিএনপির কাজ।
 
তিনি বলেন, আসলে বিএনপি নির্বাচন করতে চায় না। এজন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে। এখন আর কোথাও তত্ত্বাবধায়ক সরকারের রেওয়াজ নেই। পৃথিবীর সব বড় বড় দেশে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হয়।আব্দুর রাজ্জাক বলেন, আমি বিশ্বাস করি, এ ইসি সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন করতে পারবে। আর সে নির্বাচনে যে দলই জিতবে তাদের ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ