রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৬:০০
ব্রেকিং নিউজ

লতা মঙ্গেশকরের অসামান্য কিছু হিন্দী গান

লতা মঙ্গেশকরের অসামান্য কিছু হিন্দী গান

উত্তরণবার্তা ডেস্ক : প্রায় ৮ দশক ধরে গান গেয়েছেন লতা মঙ্গেশকর। নিজের সুরের জাদুতে মুগ্ধ করেছেন সবাইকে। ৬ ফেব্রুয়ারি  রবিবার  ৯২ বছর বয়সে মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভারতীয় উপমহাদেশের এই সুরসম্রাজ্ঞী। সংগীত জীবনে প্রায় ৩৬টি ভাষায় ৩০ হাজারেরও বেশি গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর। শোকবহ এই দিনে চলুন একবার ফিরে দেখা যাক তাঁর অসামান্য কিছু হিন্দী গান।
 
আজিব দাস্তা হ্যায় ইয়ে
১৯৬০ সালে ‘দিল আপনা প্রিত পড়াই’ সিনেমায় রাজ কুমার, নাদিরার সঙ্গে ক্যাম্প ফায়ারে বসে মীনা কুমারির লিপে ‘আজিব দাস্তা হ্যায় ইয়ে, কাঁহা শুরু কাঁহা খতম’ গান এখনও সবার কাছে সেরা গান হয়েই আছে। 
 
নাম গুম যায়েগা
লতা মঙ্গেশকরের গাওয়া ‘নাম গুম যায়েগা, চ্যাহেরা ইয়ে বদল যায়েগা, মেরি আওয়াজ হি প্যাহেচান হ্যায়, আগার ইয়াদ রাহে...’ এই গানটি শোকবহ এই দিনে সকলের সবচেয়ে বেশি মনে পড়ছে। ১৯৭৭ সালে হেমা মালিনী, জিতেন্দ্র ও ধর্মেন্দ্র অভিনীত ‘কিনারা’ সিনেমায় গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর। 
 
লাগ যা গালে
১৯৬৪ সালে ‘ও কোন থি’ সিনেমার  ব্লকবাস্টার হিট গান ‘লাগ যা গালে’ অমর হয়ে রয়েছে শ্রোতাদের কাছে। 
 
তেরে বিনা জিন্দেগি সে কোই
১৯৭৫ সালের ব্লকবাস্টার হিট সিনেমা ‘আঁধি’ শুধুমাত্র যে কালজয়ী সিনেমা হিসেবে পরিচিত তা নয়, বরং এই সিনেমার বড় দুটি চমকের কারণেও আলোচিত। একজন হলো বাংলার মহানায়িকা সুচিত্রা সেন এবং অপরজন নিঃসন্দেহে লতা মঙ্গেশকর। এই সিনেমার তেরে বিনা জিন্দেগি সে কোই গানটি সর্বকালের অন্যতম সেরা গান হিসেবে পরিচিত।
 
এক পেয়ার কা নাগমা
সংগীত পরিচালক লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল জুটির এই গান চোখে জল আনেনি, এমন শ্রোতার সংখ্যা বিরল। ১৯৭২ সালে ‘শোর’ সিনেমার এই গান কালজয়ী গানের মধ্যে অন্যতম।
 
লুকাছুপি বহত হুই
ভারতীয় সংগীত জগতের অন্যতম কিংবদন্তি এ আর রহমানের সুর করা ‘লুকাছুপি বহত হুই’ গানটি লতা মঙ্গেশকরের সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় একটি গান।  ২০০৬ সালে ‘রঙ দে বসন্তী’ সিনেমায় এ গানে কন্ঠ দেন তিনি।
 
ইয়ারা সিলি সিলি
১৯৯১ সালের অন্যতম সেরা সিনেমা ‘লেকিন’ এর সুপারহিট গান ‘ইয়ারা সিলি সিলি’র সেরা সংগীতশিল্পী হিসেবে ভারতের জাতীয় পুরস্কার লাভ করেন লতা মঙ্গেশকর।
 
তুজসে নারাজ নেহি জিন্দেগি
‘মাসুম’ সিনেমার এই গান সবার মনে আজও অম্লান হয়ে আছে। ১৯৮৩ সালে নাসিউদ্দিন শাহ ও শাবানা আজমি অভিনীত এই সুপারহিট সিনেমায় লতা মঙ্গেশকরের এই গান অন্যতম সেরা।
 
দিল তো পাগল হ্যায়
১৯৯৭ সালে মুক্তি পাওয়া দিল তো পাগল হ্যায় সিনেমাটি বলিউডের সাম্প্রতিক কালের অন্যতম সেরা সিনেমা।  এই সিনেমার ‘দিল তো পাগল হ্যায়’ গানটি মন কেড়েছিল সকলের। লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটি সেরা গানগুলোর মধ্যে একটি।
 
আমি যে কে তোমার
১৯৮৬ সালে অনুরাগের ছোঁয়া সিনেমার ‘আমি যে কে তোমার’ গানটি বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় রোমান্টিক গান হিসেবে পরিচিত। লতা মঙ্গেশকরের বাংলা গানের তালিকা অবশ্য নেহাত কম নয়। তাঁর বহু সুপারহিট বাংলা গানের মধ্যে অন্যতম হলো- আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, যারে উড়ে যারে পাখি, সাত ভাই চম্পা জাগো রে, আকাশ প্রদীপ জ্বলে, রজনী এখনও বাকি, ও মোর ময়না গো, নিঝুম সন্ধ্যায়, একবার বিদায় দে মা।
 
অন্যান্য সেরা গান
প্রায় ৩০ হাজার গানের মধ্যে লতা মঙ্গেশকরের সেরার সেরা গানের মধ্যে আরও কয়েকটি হলো- শ্রী ৪২০ সিনেমার ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’, আওয়ারা সিনেমার ‘ঘর আয়া মেরা পরদেশি’, গাইড সিনেমার ‘আজ ফের জিনে কি তামান্না’, মুঘল-ই-আজম সিনেমার ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’, জঙ্গলি সিনেমার ‘এহসান তেরা হোগা মুঝ পার’, পড়োসান সিনেমার ‘ম্যায় চলি ম্যায় চলি’, পাকিজা সিনেমার ‘ইনহি লোগো নে’, দিল আপনা অর প্রীত পরাই সিনেমার ‘আজিব দাস্তা হ্যায় ইয়ে’, অনামিকা সিনেমার ‘বাহো মে চলে আও’, সিলসিলা সিনেমার ‘ইয়ে কাহা আ গায়ে হাম’, ঘর সিনেমার ‘তেরে বিনা জিয়া জায়ে না’, কুদরত সিনেমার ‘তুনে ও রঙিলা’, প্রেম পুজারি সিনেমার ‘রঙিলা রে’, গাইড সিনেমার ‘গাতা র‍্যাহে মেরা দিল’, প্রেম রোগ সিনেমার ‘ইয়ে গলিয়া ইয়ে চউবারা’, অন্যতম।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK