মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৭:৪৪
ব্রেকিং নিউজ

সিলেটে রেস্টুরেন্টে পাখির মাংস বিক্রি : জরিমানা

সিলেটে রেস্টুরেন্টে পাখির মাংস বিক্রি : জরিমানা

উত্তরণবার্তা প্রতিবেদক : সিলেটে একটি রেস্টুরেন্টে পাখির মাংস রান্না করে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমান করা হয়েছে।৬ ফেব্রুয়ারি রবিবার বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী।অভিযানের শুরুতে দোকানে থাকা বিক্রেতা ওয়াহিদ মিয়া প্রশাসনের কাছে সকল মাংস হাঁস আর কোয়েল পাখির দাবি করেন।

পরে প্রমাণ সাপেক্ষে তাদের ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে মুচলেকা নেয়া হয়। সেখান থেকে বেশ কিছু বণ্য পাখির মাংস জব্দ করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বন্যপ্রাণী ও জৈববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সারোয়ার বলেন, তাদের কাছে তথ্য ছিল এখানে বন্যপাখির মাংস বিক্রি হয়। অভিযানে বালিহাঁস, কালিম, ডাহুক, কুড়া, সামুকখুল, বক, ঘুঘু পাখির কাঁচা মাংস উদ্ধার করা হয়।
  উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK