শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২২:২১
ব্রেকিং নিউজ

২০ বছর পলাতক : অবশেষে গ্রেপ্তার

২০ বছর পলাতক : অবশেষে গ্রেপ্তার

উত্তরণবার্তা প্রতিবেদক : চট্টগ্রামের লোহাগড়ায় ব্যবসায়ী জানে আলম হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন। ওই হত্যাকাণ্ডের পর ২০ বছর ধরে পলাতক ছিল সে। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ৪ ফেব্রুয়ারি শুক্রবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান রাইজিংবিডিকে বলেছেন, ‘প্রমাণাদির ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় জসিমকে গেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।’ র‌্যাব জানায়, ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার  রাতে চট্টগ্রামের আমিরাবাদ থেকে গ্রেপ্তার করা হয় জসিমকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চট্টগ্রামের লোহাগড়ায় ব্যবসায়ী জানে আলম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছে। তদন্তে জানা গেছে, ২০০১ সালের ৯ নভেম্বর জানে আলমের ছোট ভাইকে হত্যা করা হয়েছিল। এ হত্যা মামলার ব্যয়ভার বহন করত সে। প্রতিপক্ষের ধারণা ছিল, জানে আলমকে হত্যা করলে ওই পরিবারে মামলা-মোকদ্দমা চালানোর মতো কেউ থাকবে না।

এ কারণে ২০০২ সালের ৩০ মার্চ জানে আলমকে হত্যা করা হয়। ২০০৭ সালের ২৪ জুলাই এ মামলার রায়ে ১২ জনের মৃত্যুদণ্ড এবং আটজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে আসামিরা সুপ্রিম কোর্টে আপিল করলে জসিম উদ্দিনসহ ১০ জনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের খালাস দেন। জানে আলম হত্যাকাণ্ডের পর প্রায় ২০ বছর ধরে ট্রাকচালক পরিচয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বাস করছিল জসিম উদ্দিন। ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ট্রাকচালকের লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র তৈরি করেছিল সে। এই ২০ বছরে আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল জসিম উদ্দিনের।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK