রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:০১

স্বাধীনতাবিরোধী চক্র দেশকে ধ্বংস করে দিয়েছিল: নুরুন্নবী চৌধুরী

স্বাধীনতাবিরোধী চক্র দেশকে ধ্বংস করে দিয়েছিল: নুরুন্নবী চৌধুরী

উত্তরণবার্তা প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভোলার তজুমদ্দিন উপজেলায় ১৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার সকালে তজুমদ্দিন ডাকবাংলো চত্বরে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির কাগজপত্র হস্তান্তর করেন।
 
এ সময় তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘ ২১ বছর ক্ষমতায় থেকে স্বাধীনতাবিরোধী চক্র দেশকে ধ্বংস করে দিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে পুনর্গঠন করে। যার প্রচেষ্টায় মধ্যম আয়ের দেশ থেকে বাংলাদেশ এখন উন্নত রাষ্ট্রে পরিণত হতে চলেছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। পরে তিন কোটি ২২ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ডাকবাংলো ভবন উদ্বোধন করা হয়।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK