রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৯:১৯
ব্রেকিং নিউজ

পাবনার চাটমোহরে গাছে গাছে আমের মুকুল

পাবনার চাটমোহরে গাছে গাছে আমের মুকুল

উত্তরণবার্তা প্রতিবেদক : মাঘের মাঝামাঝিতেই চাটমোহর উপজেলার আম গাছে মুকুল বের হচ্ছে। গাছে গাছে এখন শোভা পাচ্ছে আমের মুকুল। আর কদিন পরেই প্রকৃতিতে লাগবে বসন্তের ছোঁয়া। এর মধ্যেই বাতাসে আমের মুকুলের মউ মউ গন্ধ ছড়াতে শুরু করেছে। আম বাগানের মালিকরা বলছেন, এ সময় আমের মুকুলে এক জাতীয় পোকা ধরে, তাতে মুকুল কালো হয়ে মরে যায়। এরপরও সামনে আছে ঝড়-বৃষ্টির ভয়। এতে করে আমের ফলন কী দাঁড়াবে তা এখনই বলা যায় না। তবে আবহাওয়া অনুকূলে থাকলে আমের ভালো ফলন হবে| তারা বলছেন, বর্তমানে কৃষি বিভাগে পরামর্শ নিয়ে প্রতিকারের ব্যবস্থা নিতে গাছের তারা কীটনাশক স্পে্র করা হচ্ছে। উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল গ্রামের আমচাষি মো. শহিদুল ইসলাম জানান, আমের মুকুল আসার আগেই গাছের যত্ন নিতে হয়। 
 
গাছের চারপাশে খনন করে পানি দিতে হয়। গাছে ওষুধ স্পে্র করা হয়। এরপর মুকুল আসা শুরু করে। তিনি জানান, ইতিমধ্যে গাছে গাছে মুকুল আসছে। রোগবালাই থেকে গাছের মুকুলকে রক্ষা করতে বালাইনাশক স্পে্র করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ জানান, উপজেলায় ৬১৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এছাড়া বিভিন্ন বাড়ির আঙিনায় বা সড়কের ধারে বিচ্ছিন্নভাবে আমের অসংখ্য গাছ রয়েছে। তিনি জানান, ইতিমধ্যে আমের মুকুল আসছে। কৃষি বিভাগ থেকে আমচাষিদের নানাভাবে পরামর্শ দেয়া হচ্ছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK