রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২১:৫৮
ব্রেকিং নিউজ

লামায় ৬২ জন প্রশিক্ষিত নারী পেলেন অটোমেটিক এমব্রয়ডারি মেশিন

লামায় ৬২ জন প্রশিক্ষিত নারী পেলেন অটোমেটিক এমব্রয়ডারি মেশিন

উত্তরণবার্তা  প্রতিবেদক : লামা উপজেলায় নারী উন্নয়নের জন্য প্রশিক্ষিত ৬২ নারীকে অটোমেটিক এমব্রয়ডারি মেশিন প্রদান করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে লামা বাজারস্থ গেস্ট হাউজ মিলনায়তনে এসব মেশিন বিতরণ উদ্ভোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মেশিন প্রদান অনুষ্ঠানে পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ বিশেষ অতিথি ছিলেন। 
 
মেশিন প্রদানের পর উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার শীতার্ত মানুষের জন্য ৯০০টি কম্বল চেয়ারম্যানদের হাতে তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দ। যা পরবর্তীতে চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার শীতার্তদের মধ্যে বিতরণ করবেন। ফাতেমা পারুল জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে এসব সেলাই মেশিন ও কম্বল প্রদান করা হয়েছে। 
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK