রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২০:২৭
ব্রেকিং নিউজ

সিলেট বিভাগে করোনায় মৃত ১ : আক্রান্ত ৪৬৭

সিলেট বিভাগে করোনায় মৃত ১ : আক্রান্ত ৪৬৭

উত্তরণবার্তা প্রতিবেদক :  সিলেট বিভাগে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে।  এ সময় নতুন করে আরও ৪৬৭ আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। তথ্যমতে গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬৬৫ জনের নমুনা পরীক্ষায় ৪৬৭ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। এতে শনাক্তের হার হচ্ছে ২৮.০৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৪৬৭ জনের মধ্যে সিলেট জেলার ৩০৫, সুনামগঞ্জে ৪০ হবিগঞ্জে ৪১ ও মৌলভীবাজার জেলার ৮১ জন রয়েছেন। এসময় মৃত ১ জন সিলেট জেলার। পরিসংখ্যান মতে আগের দিনের চেয়ে আজ সংক্রমনের হার কিছুটা কম রয়েছে। এ সময় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১১ জন।
 
এদিকে করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। এনিয়ে হাসপাতালে মোট চিকিৎসারত আছেন ১৬১ জন। এর মধ্যে আইসিইউ'তে ভর্তি আছেন ১১ জন। গত একদিনে সিলেট বিভাগে র‌্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা ২১৬ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬২ হাজার ৬২৩ জন। তন্মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫১ হাজার ৩৮০ জন। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরন করছেন ১ হাজার ১৯৮ জন। অপরদিকে করোনা সংক্রমন রোধে সারা দেশের মতো সিলেট বিভাগজুড়ে সরকারের নির্দশনানুযায়ী সবধরনের টিকাদান কার্যক্রম যথারীতি চলমান রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত আছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK