রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২১:৫৮
ব্রেকিং নিউজ

স্থপতি কাশেফ চৌধুরী বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে : সালমান এফ রহমান

স্থপতি কাশেফ চৌধুরী বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে : সালমান এফ রহমান

উত্তরণবার্তা প্রতিবেদক : যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (আরআইবিএ) কর্তৃক পুরস্কারে ভূষিত হওয়ায় স্থপতি কাশেফ মাহবুব চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন,  বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফ্রেন্ডশিপ হাসপাতাল ২০২১ সালের  ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় ভবনটির স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। তিনি উল্লেখ করেন, কাশেফ অনন্য উদ্ভাবনী ক্ষমতার অধিকারী একজন স্থপতি যিনি সবসময় ভিন্ন কিছু করার চিন্তা করেন। তিনি আরও বলেন, কেবলমাত্র ভবন নির্মাণ নয়, একটি ভবনে কি কি যোগ করলে সেই ভবনটি সহজে বায়ু চলাচলসহ অন্যান্য সুবিধা রেখে পুরোপুরি পরিবেশ বান্ধব হয়, সেই চিন্তা করেন কাশেফ মাহবুব চৌধুরী। কাশেফের এই আন্তর্জাতিক স্বীকৃতি দেখে অন্য স্থপতিরাও তুলনামূলক কম খরচে পরিবেশ বান্ধব নতুন ভবন নির্মাণে এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সালমান এফ রহমান।
 
প্রসঙ্গত, বিশ্ব জুড়ে উদাহরণ সৃষ্টি ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন স্থাপনাকে এই পুরস্কার দেয়া হয়। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এলাকায় গড়ে তোলা সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনাটিকে একটি ‘মানবিক স্থাপত্য’ হিসেবে বর্ণনা করেছে জুরি বোর্ড। ইতোমধ্যে আগা খান পুরস্কারসহ অনেক স্বীকৃতিতে ভূষিত স্থপতি কাশেফ তাঁর সৃষ্টিশীলতা দিয়ে দেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবেন বলেও মনে করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK