শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৪:০৯
ব্রেকিং নিউজ

বয়স ১২ হলেই টিকা : স্বাস্থ্যমন্ত্রী

বয়স ১২ হলেই টিকা  : স্বাস্থ্যমন্ত্রী

উত্তরণবার্তা  প্রতিবেদক : বাংলাদেশে ১২ বছরের বেশি বয়সি সবাইকে করোনাভাইরাসের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাহিদ মালেক বলেন, ১২ বছরের বেশি বয়সিরা অন্যদের মতো নিবন্ধন করবেন। 
 
নিবন্ধন না করলেও জন্মনিবন্ধন কার্ড নিয়ে কেন্দ্রে গেলে টিকা নিতে পারবেন। তিনি বলেন, আমরা বর্তমানে ১২ বছর বয়স থেকে শুধু শিক্ষার্থীদের টিকা দিচ্ছি। এখন এই সুযোগ সবার জন্য উন্মুক্ত করে দেয়া হলো।স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন থেকে ৪০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের বুস্টার টিকা দেওয়া হবে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK