শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৫:৪৪
ব্রেকিং নিউজ

ডিজিটালাইজেশন নিশ্চিত করার কোন বিকল্প নেই : কৃষিমন্ত্রী

ডিজিটালাইজেশন নিশ্চিত করার কোন বিকল্প নেই   : কৃষিমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : ব্যবসায়ীরা যেন মানি লন্ডারিং করতে না পারে এ বিষয়ে এন.বি.আর'কে আরো কঠোর নজরদারি ও ডিজিটালাইজেশনের ওপর জোর দেয়ার কথা বলেছেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বুধবার, রাজধানীর আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। বলেন, ওভার-ইনভয়েস ও আন্ডার-ইনভয়েসের মাধ্যমে বিরাট অংকের টাকা বাংলাদেশ থেকে বিদেশে চলে যায়। যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশকে।
 
এক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি, কাস্টমস ও এনবিআরের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, যে কোন কর সংস্কার বা নীতি তৈরিতে ব্যবসায়ী ও সব পক্ষের সাথে যথাযথ আলোচনা না করায় অনেক ক্ষেত্রে এখনো সমস্যা বিদ্যমান। বাংলাদেশের কর জিডিপি অনুপাতের সমালোচনা করে বক্তারা বলেন, ডিজিটালাইজেশন নিশ্চিত করার কোন বিকল্প নেই।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ