শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:০৬

উত্তর প্রদেশ নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ প্রিয়াঙ্কা গান্ধী

উত্তর প্রদেশ নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ প্রিয়াঙ্কা গান্ধী

উত্তরণবার্তা ডেস্ক  : উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী! তার নিজের কথাতেই ছড়াল জল্পনা। কর্মসংস্থানের পরিকল্পনার রূপরেখা নির্ধারণ করে একটি ইশতেহার প্রকাশের কর্মসূচি ছিল শুক্রবার। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী পদের জন্য কংগ্রেসের মুখ কে? তার উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘আপনি কি অন্য কোনো মুখ দেখতে পাচ্ছেন?’ প্রিয়াঙ্কার এই কথাতেই জল্পনা ছড়ায়। প্রশ্ন ওঠে, তা হলে তিনিই কি উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ? উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যোগী আদিত্যনাথকে সামনে রেখে প্রচার চালাচ্ছে। সমাজবাদী পার্টি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অখিলেশ যাদবের নাম ঘোষণা করেছে। কিন্তু প্রশ্ন, কে হতে চলেছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? খবর আনন্দবাজার পত্রিকার।
 
প্রিয়াঙ্কা আদৌও ভোটে দাঁড়াবেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত বিশদে কিছু জানা যায়নি। তবে উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাকে কোনো বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা জিততে হবে না। যোগী আদিত্যনাথ বা অখিলেশ যাদব কেউই এর আগে কখনো রাজ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। উভয়েই উত্তর প্রদেশ বিধান পরিষদে একটি করে আসন জিতে মুখ্যমন্ত্রী হন। যদিও এ বছর আদিত্যনাথ গোরক্ষপুর থেকে এবং অখিলেশ কারহাল কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রিয়াঙ্কা সম্প্রতি উত্তর প্রদেশের যুবকদের জন্য কর্মসংস্থানের পরিকল্পনার কথা জানিয়ে কংগ্রেসের ইশতেহার প্রকাশ করেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ