রবিবার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১০:৪১
ব্রেকিং নিউজ

হ্যাটট্রিক হার রাজশাহীর টানা দ্বিতীয় জয় ঢাকার

হ্যাটট্রিক হার রাজশাহীর টানা দ্বিতীয় জয় ঢাকার

উত্তরণ বার্তা ক্রীড়া ডেস্ক  : জোড়া জয়ে টুর্নামেন্ট শুরু করার পর টানা তিন ম্যাচে হারল মিনিস্টার গ্রুপ রাজশাহী। বিপরীতে হ্যাটট্রিক হারের পর টানা দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে বেক্সিমকো ঢাকা। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে ২৫ রানে হারিয়েছে তারা। পাঁচ ম্যাচ শেষে দু’দলেরই সংগ্রহ সমান চার পয়েন্ট। বঙ্গবন্ধু টি ২০ কাপে শেষ চারের লড়াই জমে উঠেছে। কাল দিনের প্রথম ম্যাচে মিরপুরের উইকেট রানপ্রসবা হয়ে ওঠার আভাস দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ঢাকা শুরুতে সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়।
 
ইয়াসির আলীর হাফ সেঞ্চুরি (৬৭) এবং আকবর আলীর ঝড়ো ব্যাটিংয়ে (২৩ বলে ৪৫*) পাঁচ উইকেটে ১৭৫ রানের বড় পুঁজি পায় ঢাকা। জবাবে ফজলে মাহমুদের (৫৮) ফিফটি ও রনি তালুকদারের ৪০ রানে সম্ভাবনা জাগিয়েও বাকিদের ব্যর্থতায় হ্যাটট্রিক হার এড়াতে পারেনি রাজশাহী। মুক্তার আলীর চার উইকেটে ১৫০ রানে অলআউট হয় তারা।
 
১৫ রানে তিন উইকেট হারায় রাজশাহী। চতুর্থ উইকেটে ফজলে মাহমুদ ও রনি তালুকদারের চমৎকার জুটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল নাজমুল হাসানের দল। মুক্তার আলীর বোলিংয়ে পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে আবারও কোণঠাসা হয়ে পড়ে রাজশাহী। পরে আরও দুই উইকেট নিয়ে মুক্তারই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
 
এর আগে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে চমক দেখাতে চেয়েছিল ঢাকা। কিন্তু অফ-স্পিনার নাঈম হাসান ওপেনিংয়ে নেমে এক রানে আউট হয়ে উল্টো দলকে চাপে ফেলে দেন। মুশফিকুর রহিমের প্রতিরোধের পরও ৬৪ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ঢাকা। পঞ্চম উইকেটে ইয়াসির ও আকবরের শতরানের জুটিতে বড় স্কোর পায় তারা। ৩৯ বলে ৬৭ করেন ইয়াসির। যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর ২৩ বলে অপরাজিত ৪৫ রান নিয়ে মাঠ ছাড়েন।
 
ঢাকা ১৭৫/৫, ২০ ওভারে (মুশফিকুর রহিম ৩৭, ইয়াসির আলী ৬৭, আকবর আলী ৪৫*। মুকিদুল ইসলাম ২/৩৮)।
 
রাজশাহী ১৫০/১০, ১৯.১ ওভারে (রনি তালুকদার ৪০, ফজলে মাহমুদ ৫৮, নুরুল হাসান ১১, ফরহাদ রেজা ১৪। রুবেল হোসেন ২/১৫, শফিকুল ইসলাম
 
৩/৩১, মুক্তার আলী ৪/৩৭)। ফল : ঢাকা ২৫ রানে জয়ী।
 
ম্যান অব দ্য ম্যাচ : ইয়াসির আলী (ঢাকা)।
 
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK