মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:২৮

দুই শিশুকে ধর্ষণের মামলায় কলেজছাত্রের কারাদণ্ড

দুই শিশুকে ধর্ষণের মামলায় কলেজছাত্রের কারাদণ্ড

উত্তরণবার্তা  প্রতিবেদক : সাড়ে চার বছর আগে রাজধানীর দক্ষিণখানে দুই শিশুকে ধর্ষণের মামলায় কলেজছাত্র সিফাত ভূঁইয়াকে (১৮) ছয় বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম শামসুন্নাহার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শ ম মো. আব্দুল আওয়াল বকুল এ তথ্য নিশ্চিত করেছেন। রায়ে বিচারক বলেছেন,‘আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। যদিও এ ধারায় আসামির সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু আসামি একজন শিশু। শিশু আইনে এমন দণ্ডে (যাবজ্জীবন কারাদণ্ড) বাধা আছে।

সেসব বিষয় বিবেচনা করে আসামিকে ধর্ষণের অভিযোগে শিশু আইনে ৬ বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এর পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।’ বিচারক জানান, আসামি শিশু হওয়ায় এখন সে শিশু উন্নয়ন কেন্দ্রে যাবে। শিশু উন্নয়ন কেন্দ্র পরবর্তী ব্যবস্থা নেবে। রায় ঘোষণা শেষে সিফাতকে সাজা পরোয়ানা দিয়ে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ