সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১২:১৮
ব্রেকিং নিউজ

সাত দিনের মধ্যে করোনা বিধিনিষেধ প্রয়োগ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সাত দিনের মধ্যে করোনা বিধিনিষেধ প্রয়োগ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : সারাদেশে করোনাভাইরাসে সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বগামী নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ‘আগামী সাত দিনের মধ্যে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। কারণ সংক্রমণ যেভাবে বেড়ে যাচ্ছে তাতে ১৫ দিন অনেক সময়। তাই আমরা আজ বলেছি, সাত দিনের মধ্যে বিধিনিষেধ প্রয়োগ করতে হবে। মন্ত্রিপরিষদ সচিবও একমত হয়েছেন।’ মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এসব তথ্য দেন।
 
গত সোমবার রাতে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মহামারী নিয়ন্ত্রণে রেস্তোরাঁয় বসার জন্য টিকা কার্ড বাধ্যতামূলক করাসহ বিধিনিষেধের প্রজ্ঞাপন ১৫ দিনের মধ্যে জারি করা হবে। একদিনের মাথায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বিধিনিষেধ জারির সময় সাত দিনে নামিয়ে আনার কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘হোটেল রেস্টুরেন্টে বসে খেতে পারবেন কেবল ভ্যাকসিন গ্রহণকারীরা। এই ক্ষেত্রে তাদের থাকতে হবে ভ্যাকসিন কার্ড। যানবাহনে যাত্রী সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার চিন্তাও আছে। আমরা পিকনিক, বনভোজন, ওয়াজ মাহফিল, মসজিদে নামাযে যাওয়াসহ এই ধরনের সামজিক অনুষ্ঠানও সীমিত করার কথা বলেছি।’এছাড়া ঘরে-বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করে জরিমানা আরোপের সুপারিশও করা হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK