বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২২:২১

শৈত্য প্রবাহে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

শৈত্য প্রবাহে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

উত্তরণবার্তা ডেস্ক : নতুন বছরের প্রথমদিন শুরু হলো শৈত্য প্রবাহ দিয়ে। নতুন বছরের চলতি মাসে থার্মোমিটারের পারদ নেমে ৪ ডিগ্রির ঘরে ঠেকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার নাগাদ রাতের তাপমাত্রা আরও হ্রাস পাবে। আবহাওয়া অধিদফতরের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মো. আজিজুর রহমান বলেন, চলতি মাসে দুই থেকে তিনটি হালকা (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ও দু’টি মাঝারি থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ হতে পারে।
 
বর্তমানে পঞ্চগড় ও মৌলভীবাজারের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। এখন হালকা অবস্থায় থাকলেও এটি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদীর অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
উত্তরণবার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ