সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:০৪

করোনায় ঢাবির আরেক সাবেক অধ্যাপকের মৃত্যু

করোনায় ঢাবির আরেক সাবেক অধ্যাপকের মৃত্যু

উত্তরণ বার্তা প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক ও ইতিহাসবিদ ড. রতন লাল চক্রবর্ত্তী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন তার জামাতা আবদুল মালেক। এর আগে তিনি স্বপরিবারে করোনা আক্রান্ত হন। পরবর্তীতে ৭ নভেম্বর ড. রতন লাল চক্রবর্ত্তী ডায়াবেটিস ও কিডনিসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরিত করা হয় এবং সেখানেই তিনি মারা যান। মঙ্গলবার রাজধানীর পোস্তগোলা মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রতন লাল চক্রবর্ত্তীর মত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাে. আখতারুজ্জামান গভীর শােক প্রকাশ করেছেন। মঙ্গলবার এক শোকবাণীতে অধ্যাপক ড. রতন লাল চক্রবর্ত্তীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শােকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপাচার্য।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ