মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৪১
ব্রেকিং নিউজ

কুমিল্লায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

কুমিল্লায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা ডালপা সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে আজ গরীব, অসহায় ও মেধাবী ২ শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাঠাগারের সভাপতি আবু মুসা ভূইয়া বাসসকে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৫০ বছর পূর্তি উপলক্ষে ডালপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় ২ শতাধিক গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ, খাতা-কলম, জ্যামিতি বক্স, স্কেল, কাঠ পেন্সিল, নেইল কাটার, টুথব্রাশ ও টুথপেস্ট বিতরণ করা হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক উপ-পরিচালক ডা. ফোরকান আহাম্মদ, জেলা সহকারি গণ-গ্রন্থাগারের সহকারি লাইব্ররিয়ান নাফিস সাদিক শিশির, রুপালী ব্যাংকের ডিজিএম কুদ্দুস মিয়া, ডালপা সমাজ কল্যাণ পাঠাগারের সভাপতি আবু মুসা ভূইয়া, ডালপা সমাজ কল্যাণ পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার ও কোষাধক্ষ্য  আব্দুল ওয়াহেদ প্রমুখ।  
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK