সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২০:২৪
ব্রেকিং নিউজ

চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন ১১ জন আক্রান্ত

চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন ১১ জন আক্রান্ত

উত্তরণবার্তা প্রতিবেদক : চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ১১ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ০ দশমিক ৬৪ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে কোনো করোনা রোগির মৃত্যু হয়নি। চট্টগ্রামের হালনাগাদ করোনা পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়।সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, বৃহস্পতিবার ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ৭২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ১১ জনের মধ্যে শহরের বাসিন্দা ৭ জন এবং দুই উপজেলার ৪ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে আনোয়ারায় ৩ জন ও ফটিকছড়িতে একজন রয়েছেন।

এতে জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২ হাজার ৪৮৯ জনে। গতকাল শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১ জনই রয়েছে। ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, শেভরনে ০ দশমিক ২৩, বিআইটিআইডি’তে ০ দশমিক ৯৫, চবি’তে ১২, ইম্পেরিয়াল হাসপাতালে ০ দশমিক ২৫ ও এপিক হেলথ কেয়ারে ১০ শতাংশ এবং চমেকহা, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ০ শতাংশ।
উত্তরণবার্তা/এআর
 


 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ