রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২০:৪০
ব্রেকিং নিউজ

জয়পুরহাটে নানা আয়োজনে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন

জয়পুরহাটে নানা আয়োজনে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন

উত্তরণবার্তা প্রতিবেদক : নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলায় আজ মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন করেছে স্থানীয় জেলা প্রশাসন ও রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন। সূর্যোদয়ের সাথে-সাথে ৫০ বার তপোধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সপার, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ  বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে অবস্থিত স্মৃতিসৌধে শহীদদের স্মরণে সামাজিক দূরত্ব বজায় রেখে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিজয় দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হয়েছে।  

সকাল সাড়ে ৮ টায় স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিশু কিশোর সংগঠনের অংশগ্রহণে শরীরর্চ্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এখানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। এ ছাড়াও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলীসহ জেলা প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় সারাদেশে একযোগে বিকেল সাড়ে ৪ টায় বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠানে জেলাবাসী সার্কিট হাউস মাঠ থেকে অংশ নেবেন।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা, শিশু একাডেমি আয়োজন করবে শিশু কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, হাসপাতাল, এতিমখানা ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা,  মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়।জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন রয়েছে সন্ধ্যায়। এ ছাড়াও বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ  উদযাপন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচিপালন করছে।
 উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK