রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৯:৩৫
ব্রেকিং নিউজ

ঝিনাইদহে সীমান্তবর্তী গ্রামে রাসেল ভাইপার উদ্ধার

ঝিনাইদহে সীমান্তবর্তী গ্রামে রাসেল ভাইপার উদ্ধার

উত্তরণবার্তা প্রতিবেদক : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রাম থেকে ভয়ংকর বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করা করা হয়েছে। ১৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ওই গ্রামের একটি আমবাগানে স্থানীয় কয়েকজন যুবক সাপটি বস্তাবন্দি করে। ভবনগর গ্রামের প্রকৃতি প্রেমিক সংগঠনের সভাপতি নাজমুল হোসেন জানান, তিনি জানতে পারেন, ভবনগর গ্রামের কয়েকজন যুবক সাপটি বস্তাবন্দি করে রেখেছে। খবর পেয়ে সাপটি রাসেল ভাইপার বলে শনাক্ত করে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরে খবর দেন নাজমুল। পরে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অফিস যশোর আঞ্চলিক অফিসের বেনাপোল ক্রাইম কন্টোল ইউনিটের জুনিয়ার ওয়াইল্ডলাইফ স্কাউট জাহাঙ্গীর আলম বলেন, সাপটি আসল রাসেল ভাইপার বলে আমরা শনাক্ত করতে পেরেছি। সাপটি উদ্ধার করে আমাদের কার্যালয়ে নিয়ে যাচ্ছি। উর্দ্ধতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা মোতাবেক সুবিধাজনক স্থানে সাপটি অবমুক্ত করা হবে। তিনি জানান সাপটি আনুমানিক ৩ ফুট লম্বা হবে ও বাচ্চা।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK