রবিবার, ০৯ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৪:৩৯
ব্রেকিং নিউজ

ওয়ার্নারের ইনজুরি নিয়ে রাহুলের রসিকতা

ওয়ার্নারের ইনজুরি নিয়ে রাহুলের রসিকতা

উত্তরণবার্তা ক্রীড়া ডেস্ক : সিডনিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন তলপেটে চোট পাঠান অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ফিল্ডিং করতে করতে আচমকাই চোটে লুটিয়ে পড়েন তিনি। এরপর তাকে ধরে ধরে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, সিরিজের শেষ ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না ওয়ার্নার। তার জায়গায় দলে এলেন বিধ্বংসী ওপেনার ডি'আর্চি শর্ট। তবে ওয়ার্নারের চোট নিয়ে ম্যাচের পর যখন  ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুলকে জিজ্ঞেস করা হয়, তখন তিনি বেশ রসিকতার ছলেই জবাব দেন। তিনি বলেন, 'আমরা জানিনা ওয়ার্নারের কতটা চোট পেয়েছে। ডেভিড অজিদের ব্যাটিং স্তম্ভ। তাই সে যদি অনেক দিন অসুস্থ থাকে, তাহলে আমাদের জন্য ভালোই হবে।'
 
প্রসঙ্গত, চোটের জন্য এই সিরিজে খেলতে পারছেন না ভারতের সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা। যে কারণে ভারতীয় দল বেশ বিপাকে পড়েছে। অন্যদিকে আইপিএলে দলকে প্লে অফে নিয়ে যাওয়ার পর ওয়ার্নার ওয়ানডে সিরিজে প্রথম দুটি ম্যাচে ৬৯ ও ৮৩ করেছেন। তিনি ও ফিঞ্চ মিলে দুটি ম্যাচেই শতরানের ওপর পার্টনারশিপ গড়েন। 
 
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK