বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:৩০
ব্রেকিং নিউজ

সেমকা এডভাইজরী কাউন্সিল সভায় বাউবি উপাচার্যের অংশগ্রহণ

সেমকা এডভাইজরী কাউন্সিল সভায় বাউবি উপাচার্যের অংশগ্রহণ

উত্তরণবার্তা  ডেস্ক : কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (সেমকা) এর অ্যাডভাইজারি কাউন্সিলের সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। কানাডাস্থ কমনওয়েলথ অব লার্ণিং (কোল) এর দিল্লীতে অবস্থিত সংগঠনের আজ অনুষ্ঠিত ২১ তম এই সভায় কমনওয়েলথ অব লার্ণিং এর প্রেসিডেন্ট ও সিইও আশা কানওয়ার সভাপতিত্ব করেন। তিনি তার স্বাগত বক্তব্যে ভিডিও লেসন বৃদ্ধির জন্য জোর দেন এবং ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ইস্যুগুলো পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত করার বিষয়ে মত দেন। সভায় সেমকার ডাইরেক্টর মাধব পারহার ৬ বছর মেয়াদী কৌশলপত্র এবং ২০২০-২১ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

উল্লেখ্য, কমনওয়েলথ এশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির উপাচার্যের মধ্যে বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নাগেশ্বর রাওসহ সকল সদস্য সেমকার দক্ষতা উন্নয়ন, ম্যাসিভ অনলাইন ওপেন কোর্সেস, ভার্চুয়াল ল্যাব এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা পদ্ধতির কাজের প্রশংসা করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় লার্ণিং ম্যানেজমেন্ট সিস্টেম, মুডুল, ওপেন এডুকেশন রিসোর্স এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে বিগত দিনে সেমকার সহায়তা পেয়েছে। বাউবি’র বাইরেও সেমকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে ২০টি বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষককে প্রযুক্তি নির্ভর উচ্চশিক্ষা বাস্তবায়নের ওপর সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দিয়েছে।

সভায় বাউবি’র উপাচার্য অধ্যাপক হুমায়ুন আখতার ভবিষ্যতে সেমকার সহযোগিতা পাওয়ার জন্য তিনটি ক্ষেত্র শনাক্ত করেন, মুদ্রিত বিষয়বস্তু কনসেপ্ট ভিডিওতে রূপাস্তর, এশিয়ার অন্যান্য ওপেন ইউনিভার্সিটির সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্ব বাড়ানো এবং ম্যাসিভ অনলাইন ওপেন কোর্সেস প্রোগ্রামের আওতায় মাইক্রো- ক্রেডেনশিয়াল কোর্স পরিচালন। কোলের প্রেসিডেন্ট আশা কানওয়ার, অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এর সবগুলো প্রস্তাব বাস্তবায়নযোগ্য বলে জানান এবং ভবিষ্যতে এ বিষয়ে সেমকার সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। সভায় সিমকার ৬ বছর মেয়াদী কৌশলপত্র অনুমোদিত হয়।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK