রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:২৯
ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীর কাছে জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১ হস্তান্তর

প্রধানমন্ত্রীর কাছে জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১ হস্তান্তর

উত্তরণবার্তা প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিবেদনের একটি অনুলিপি হস্তান্তরের মাধ্যমে। অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর কাছে প্রতিবেদনের একটি অনুলিপি হন্তান্তর করেন। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় এর আগে মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এনএইচডিআর ২০২১ প্রণয়নের উদ্যোগ নেয়। প্রতিবেদনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘বাংলাদেশের জনগণই সকল উন্নয়নের কেন্দ্রবিন্দু।’ প্রতিবেদনে পাঁচটি কৌশলগত বিষয়- বৈষম্য, জলবায়ু পরিবর্তন, যুবকর্মসংস্থান, কিশোর-কিশোরীদের স্বপ্নের বাংলাদেশ এবং শান্তি ও সমৃদ্ধি অন্তর্ভুক্ত করা হয়েছে যা বাংলাদেশের ভবিষ্যৎ মানব উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

এনএইচডিআর ২০২১-এ একটি ওভারভিউ ও সাতটি অধ্যায় রয়েছে: বাংলাদেশে মানব উন্নয়নের প্রতিফলন; ভবিষ্যৎ মানব উন্নয়নের পথ একটি বিশ্লেষণমূলক কাঠামো; মানব উন্নয়ন ও বৈষম্য: বাংলাদেশ পরিপ্রেক্ষিত; বাংলাদেশে জলবায়ু পরিবর্তন এবং মানব উন্নয়ন; বাংলাদেশের ভবিষ্যৎ মানব উন্নয়নের চাবিকাঠি যুবকর্মসংস্থান; কিশোরদের স্বপ্ন; একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ: কৌশল ও প্রতিষ্ঠানাদি। গত ৫০ বছরে বাংলাদেশের এই উন্নয়ন অভিযাত্রায় বিশ্ব পরি-লে বাংলাদেশকে একটি ‘উন্নয়ন মিরাকল’ হিসেবে গণ্য করা হচ্ছে। বাংলাদেশের এই উন্নয়ন যাত্রার মশাল বাহক ও পথপ্রদর্শক হলো বঙ্গবন্ধুর দূরদৃষ্টি ও উন্নয়ন চিন্তা এবং প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব। এনএইচডিআর ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের উপায় এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের সাফল্য ও চ্যালেঞ্জগুলো তুলে ধরে। এই প্রতিবেদনটি বাংলাদেশের ভবিষ্যৎ মানবসম্পদ উন্নয়নের কৌশল  প্রণয়নের পাশাপাশি উন্নয়ন আলোচনা ও গবেষণায়ও ভূমিকা রাখবে।

উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ