রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২২:১৩
ব্রেকিং নিউজ

সোনামসজিদ দিয়ে ভারত গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সোনামসজিদ দিয়ে ভারত গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চাপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত গেছেন। ৮ ডিসেম্বর বুধবার সকালে সোনামসজিদ চেকপোষ্ট দিয়ে ৫ সদস্যদের একটি দল নিয়ে ভারতে সরকারি সফরে যান প্রতিমন্ত্রী। ভারতে যাওয়ার আগে শিবগঞ্জ উপজেলার কানসাটে একটি মন্দির উদ্বোধন করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত বাংলাদেশের সম্পর্ক আজীবন ভালো। মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের পাশে ছিলেন। আমাদের দেশের লোকজনকে তারা ঠাঁই দিয়েছিল।’ তিনি আরও বলেন, ‘১৬ ও ১৭ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে। স্বাধীনতার ৫০ তম বছরকে স্মরনীয় করে রাখতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশ সফর করবেন ১৬ ডিসেম্বর। এ সময় তিন বিজয় দিবসের নানা আয়োজনে অংশ গ্রহণ করবেন।’
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ