শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:৫৫

ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার প্রস্তাব

ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার প্রস্তাব

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। দীর্ঘদিন ধরে বিবাদমান ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতকে চুক্তির আওতায় আনতে মধ্যস্থতা করার জন্য ২০২১ সালে তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার প্রস্তাবনা করেছেন নরওয়ে পার্লামেন্টের সদস্য ক্রিশ্চিয়ান টাইব্রিং-জিজেডে। 
বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ।
নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম প্রস্তাব করে টাইব্রিং বলেন, ‘‘বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ভূমিকা রাখার জন্য ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা প্রশংসনীয়।’’
যেকোনো জাতীয় সংসদ সদস্য, সাবেক নোবেলজয়ী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যরা যে কারও নাম নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব করতে পারেন।
তবে ট্রাম্পের নাম প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এখনও কোনো মন্তব্য করেনি নরওয়ের নোবেল কমিটি।
টাইব্রিং-জিজেডে ২০১৬ সালে সংসদ সদস্য থাকার সময় ইসলামি সমালোচক বলে পরিচিত চলচ্চিত্র নির্মাতা আয়ান হিরসি আলীকে মনোনয়ন দেন। তিনি অবশ্য নোবেল পাননি।
নরওয়েজিয়ান পার্লামেন্টের এই সদস্যের দাবি, ‘‘ট্রাম্প পৃথিবীর অনেক দেশে শান্তি ফিরিয়ে এনেছেন। সামনের বছর পুরস্কারটির জন্য তারই বিবেচিত হওয়া উচিত।’’
উল্লেখ্য, ২০১৯ সালে ইথিওপিয়ান প্রধানমন্ত্রী আবি আহমেদ নোবেল পুরস্কার জেতার পর নিজেকেও এই পুরস্কারের দাবিদার বলে ঘোষণা করেছিলেন ট্রাম্প। শুধু তাই নয়, চলতি বছরের জানুয়ারিতে ইথিওপিয়ায় শান্তি ফিরিয়ে আনতে আবি আহমেদ নন, তার ভূমিকাই মুখ্য ছিলেন বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে আবিকে শুভেচ্ছাও জানাননি তিনি।
এবারের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের তালিকায় রয়েছে তিন শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম। বিজয়ীর নাম ঘোষণা করা হবে চলতি বছরের অক্টোবরে।
নোবেল তালিকার নিয়ম-নীতি অনুসরণ করে যোগ্যতানুযায়ী যে কেউই নাম প্রস্তাব করতে পারেন। তবে ৫০ বছর পর্যন্ত মনোনয়নের তালিকা গোপন রাখে নোবেল কমিটি। আর বিজয়ীও বেছে নেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি।
২০২১ সালের অক্টোবরে ওই বছরের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ততদিনে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বর্তমান সময়ে মেয়াদ শেষ হয়ে যাবে।
ট্রাম্পের পূর্বসুরী বারাক ওবামা ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন।
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ