শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০২:১৮

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একজনের অভিষেক

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ,  একজনের অভিষেক

উত্তরণবার্তা ডেস্ক  : পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে টেস্ট ও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি চৌধুরী রাব্বির।

ফলে জাতীয় দলের হয়ে খেলার দীর্ঘ অপেক্ষা অবশেষে শেষ হলো চট্টলার এই তরুণের। বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও ইবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নোমান আলি, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি ও সাজিদ খান।
 উত্তরণবার্তা/এআর
 

 

  মন্তব্য করুন
     FACEBOOK