সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০০:০৪
ব্রেকিং নিউজ

বদরুন্নেসার শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি : চালক-সহকারী কারাগারে

বদরুন্নেসার শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি : চালক-সহকারী কারাগারে

উত্তরণবার্তা ডেস্ক  : রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়ার মামলায় ঠিকানা পরিবহনের বাসচালক মো. রুবেল ও তার সহকারী মো. মেহেদী হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২৪ নভেম্বর বুধবার মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার সাব-ইন্সপেক্টর কৃষ্ণপদ মজুমদার দুই আসামিকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। চকবাজার থানার (নারী-শিশু) আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. তারিকুল ইসলাম আসামিদের কারাগারে পাঠানোর বিষয়টি জানান।২২ নভেম্বর এ দুই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, গত ২০ নভেম্বর সকালে ওই শিক্ষার্থী শনিরআখড়া থেকে বদরুন্নেসা কলেজের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে ওই শিক্ষার্থীর সাথে বাসের কন্ট্রাকরের সাথে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। বাস থেকে নামার সময় তাকে একা পেলে দেখে নেবে এবং খারাপ কাজ করার কথা বলে কন্ট্রাকর। এক পর্যায়ে অজ্ঞাত কন্ট্রাকটর ওই শিক্ষার্থীর ওড়না ধরে টান দেয় এবং খারাপ কাজ করার কথা বলে। পরবর্তীতে বিষয়টি নিয়ে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিচার চেয়ে রাস্তা অবরোধ করে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।
উত্তরণবার্তা/এআর
 

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ