বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২২:২৬

ওয়ানডে বাংলাদেশকে প্রথম সেঞ্চুরি উপহার দিলেন শারমীন

ওয়ানডে বাংলাদেশকে প্রথম সেঞ্চুরি উপহার দিলেন শারমীন

উত্তরণবার্তা ডেস্ক : ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের মেয়েদের বাছাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি করেছেন শারমীন আক্তার সুপ্তা। এই ফরম্যাটে তিনি বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। মঙ্গলবার (২৩ নভেম্বর) ১১৭তম বলে চার হাঁকিয়ে তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। এতদিন পর্যন্ত মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ৭৫। ভারতের বিপক্ষে ২০১৩ সালে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছিলেন সালমা খাতুন ও রোমানা আহমেদ। 
 
এখন পর্যন্ত ২৬টি ম্যাচ খেলা শারমীনের এর আগে সর্বোচ্চ ইনিংস ছিল ৭৪। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি এই রান করেছিলেন ২০১৭ সালে। আর আজ নিজেকেই শুধু ছড়িয়ে যাননি, ওয়ানডেতে বাংলেদেশের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান ইতিহাসের পাতায়। গ্রুপ বি’র বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রে বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে শারমীনের সেঞ্চুরিতে চালকের আসনে আছে বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে শতকটি হাঁকান এই বাঁহাতি ব্যাটসম্যান। এ ছাড়া ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের এটি তৃতীয় সেঞ্চুরি। এর আগে ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে টি-টোয়েন্টিতে একই ম্যাচে সেঞ্চুরি হাঁকান ফারজানা হক ও নিগার সুলতানা।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK