রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৭:০৭
ব্রেকিং নিউজ

পাকিস্তানের সব ক্রিকেটারের করোনা নেগেটিভ

পাকিস্তানের সব ক্রিকেটারের করোনা নেগেটিভ

উত্তরণবার্তা প্রতিবেদক : জাতীয় দলের হয়ে বাংলাদেশে আসা পাকিস্তানের সব ক্রিকেটারের করোনাভাইরাস পরীক্ষা হয়েছে। তাদের সবার রিপোর্ট হাতে পেয়ে স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। রোববার (১৪ নভেম্বর) পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজ বলেছে, প্রত্যেকের করোনা নেগেটিভ। গতকাল শনিবার (১৩ নভেম্বর) টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। ১৯ নভেম্বর মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।

করোনা নেগেটিভ হওয়ায় আজই খেলোয়াড়রা জিমে যেতে পারবেন এবং হোটেলের পুল সেশনে সময় কাটাতে পারবেন। আগামীকাল সোমবার (১৫ নভেম্বর) থেকে নেট অনুশীলনে যোগ দিবেন তারা। অধিনায়ক বাবর আজম ও অলরাউন্ডার শোয়েব মালিক ১৬ নভেম্বর ঢাকায় দলের সেঙ্গ যোগ দিবেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এটি জানায়। তিন টি-টোয়েন্টির বাকি দুই ম্যাচ হবে ২০ ও ২২ নভেম্বর। ২৬ নভেম্বর ও ৪ ডিসেম্বর হবে দুই টেস্টের সিরিজ। আপাতত টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান। টেস্টের দল শিগগিরই জানানো হবে।

টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, শোয়েব মালিক, উসমান কাদির।
উত্তরণবার্তা/এসএ

 

  মন্তব্য করুন
     FACEBOOK