রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:৪৬

ভারত-শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে ৪১ জনের প্রাণহানি

ভারত-শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে ৪১ জনের প্রাণহানি

উত্তরণবার্তা প্রতিবেদক :  ভারতের দক্ষিণাঞ্চল ও শ্রীলঙ্কায় গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুই দেশের  নিম্নাঞ্চলের বাসিন্দারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। ভারতের আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, বেশিরভাগ ক্ষতিগ্রস্ত এলাকায় আগামী কয়েকদিন মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে অনেক এলাকায় বন্যায় তলিয়ে গেছে। দেশটির সরকারী তথ্য অনুযায়ী, চেন্নাইয়ের কিছু জায়াগায় জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে।

এদিকে, শ্রীলঙ্কায় নিম্মচাপ কেটে যাওয়ায় বৃষ্টিপাত কমে আসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়াবিদ প্রদীপ জানান, অতিবৃষ্টি কমে গেছে, তবে থেমে থেমে বৃষ্টি আসতে পারে। আপাতত বড় কোনও সতর্ক সংকেত নেই। শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ২৫ জন মারা গেছেন। এদের বেশির ভাগই ডুবে মারা গেছেন। এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থা বিভাগের কর্তৃপক্ষ রামচন্দ্র। দেশটির তামিলনাড়ুতে এখনও বেশ কিছু যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে বন্ধ থাকা স্কুল-কলেজ এখন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK