শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:০৭

ইউনেসকোর এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটিতে শিক্ষামন্ত্রী

ইউনেসকোর এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটিতে শিক্ষামন্ত্রী

উত্তরণবার্তা  প্রতিবেদক : জাতিসংঘের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর এসডিজি-৪ এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ১১ নভেম্বর বৃহস্পতিবার প্যারিসে ইউনেসকোর সদরদপ্তরে ‘হাই লেভেল সেগমেন্ট অব ২০২১ গ্লোবাল এডুকেশন’ মিটিংয়ে তাকে সদস্য হিসেবে নির্বাচন করা হয়।

এসডিজি-৪ অর্জনে সদস্য দেশসমূহের কার্যক্রম জোরদার করা ও সহযোগীতা করার জন্য নতুন করে এই হাই লেভেল স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। বিশ্বের প্রত্যেক অঞ্চল থেকে দুইজন করে সদস্য নির্বাচন হয়েছেন। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী তাকে সদস্য হিসেবে নির্বাচিত করায় সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK