রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২০:৪৮
ব্রেকিং নিউজ

শরণার্থী সংকটের জন্য পুতিনকে দুষলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী

শরণার্থী সংকটের জন্য পুতিনকে দুষলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী

উত্তরণবার্তা ডেস্ক : পোল্যান্ড-বেলারুশ সীমান্তে শরণার্থী সংকটের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন পোলিশ প্রধানমন্ত্রী মারেউতস মোরাউইকি। তিনি দাবি করেছেন, এই ঘটনার মাস্টারমাইন্ড মস্কো। ১০ নভেম্বর বুধবার এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, এই সীমান্তে অন্তত দুই হাজার শরণার্থী জড়ো হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কাঁটাতারের বেড়ার বেলারুশিয়ান দিকে লোকজনের ভিড় রয়েছে। কেউ কেউ বোল্ট কাটার ও গাছের গুঁড়ি ব্যবহার করে বেড়া ভাঙার চেষ্টা করছে। এসময় পোলিশ সীমান্তরক্ষীদের টিয়ার গ্যাস ছুঁড়তেও দেখা গেছে।

পোল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো বলছে এই সমস্যা সৃষ্টি করছে বেলারুশ। তবে দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। সীমান্ত এলাকায় এখন রাতের বেলা তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যাচ্ছে। ইতোমধ্যেই বেশ কয়েকজন অভিবাসীর মৃত্যু হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, ইইউ জোটের বাইরের দেশ বেলারুশ এবং তার প্রতিবেশি ইইউ দেশগুলোর মধ্যে রাজনীতির খেলায় এই অভিবাসীদের দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করা হচ্ছে।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK